আরজি করে আধাসামরিক বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি শুভেন্দুর

আধাসামরিক বাহিনী মোতায়েন করা হোক আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে এমনই আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, বিরোধী দলনেতার অভিযোগ, ‘আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্যপ্রমাণ লোপাট করতে বুধবার মধ্যরাতে হামলার ঘটনা ঘটে।’ এই মর্মেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে আরজি কর-এ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে চিঠি পাঠালেন শুভেন্দু। পাশাপাশি ফের যাতে নথি নষ্ট না করা হয় সে ব্যাপারে সিবিআইয়ের ডাইরেক্টরকেও চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, তৃণমূলকে নিশানা করে আরজিকরে গত রাতের ঘটনাকে মধ্যরাতের ‘তাণ্ডব’ আখ্যা দিয়ে এর বিস্তারিত উল্লেখ রয়েছে এই চিঠিতে। ট্যুইট করে শুভেন্দু নিজেই চিঠি দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জানান। তাঁর অভিযোগ, আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্যপ্রমাণ লোপাট করতেই বুধবার মধ্যরাতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twenty =