বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গহনা রিটেল বিক্রেতা মালাবার গ্রুপ, ভারত জুড়ে তার ১৫৩১টি মাইক্রো লার্নিং সেন্টারে (এমএলসি) শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেন্টারগুলির উদ্যোগে ষাট হাজার শিশুকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সিনিয়র প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এমএলসি-র নেটওয়ার্ক জুড়ে নেতৃত্ব দিলেন। মিষ্টি বিতরণের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচির এবং সেখানে কোনও কিছু শেখা, […]

