বেপরোয়া গতির জেরে প্রাণ গেল দুই যুবকের। সোমবারের ভোরের কলকাতায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এক ঝটকায় চলে গেল দু’টি তরতাজা প্রাণ। আহতও হয়েছেন দুই যুবক। জয়রাইডের মাশুল গুনল চার যুবক। সোমবার ভোর ৫টা ৪২ মিনিট নাগাদ এয়ারপোর্টগামী উল্টোডাঙ্গা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় তাঁরা। স্থানীয় সূত্রে খবর, বাইক নিয়ে সরাসরি উড়ালপুলের গার্ডরেলে গিয়ে […]