পথে নেমে সচেতন হচ্ছেন না তিলোত্তমাবাসী। সেফ ড্রাইভ, সেভ লাইফ-বলে যতই পুলিশ প্রশাসনের তরফ থেকে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, তাতে থোড়াই কেয়ার। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে পথদুর্ঘটনা। যার থেকে বাদ পড়েনি বুধবারও। এদিন রেড রোডে দুর্ঘটনায় পড়েে গাড়ি।বুধবার দুপুরের ব্যস্ত সময় গাড়িটি রাস্তায় উল্টে যায়।ওই উল্টে যাওয়া গাড়ি থেকে গাড়ির চালক […]