সময় মতো মিলল না ওষুধ। আর তারই ফলে মৃত্যু বিরল রোগে আক্রান্ত তিন বছরের শিশুকন্যা অনুশ্রী ধরের। অনুশ্রীর পরিবার সূত্রে খবর, আট মাস অপেক্ষার পরও মেলেনি মহার্ঘ ওষুধ। অভিযোগ, তারই জেরে গত ৩০ মার্চ মৃত্যু হয় গাউচার ডিজিজে আক্রান্ত ব্যারাকপুরের বাসিন্দা অনুশ্রী ধরের (৩)। তিন বছরের শিশুকন্যার মৃত্যুতে প্রশ্নের মুখে রাজ্যে বিরল রোগ নীতি প্রণয়ন। […]