আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে আগামী ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বালি ব্রিজে। রেললাইন মেরামতির কারণে ওই কয়েকদিন বালি ব্রিজে কোনও গাড়ি চলবে না বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া বা হুগলির বিভিন্ন অঞ্চল থেকে কলকাতায় আসার অন্যতম রাস্তা এই বালি ব্রিজ। সেখানে যান চলাচল বন্ধ হলে চরম অসুবিধার মুখে পড়বে […]