আনন্দপুরের ফোর্টিসে জিআই এবং রোবোটিক সার্জারির মাধ্যমে এক ৭৪ বছর বয়সী বৃদ্ধার সফলভাবে পিত্তস্থলীর (গলব্লাডার অপারেশন) করা হল। ফোর্টিস হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ওই বৃদ্ধার মেরুদণ্ডের গুরুতর বিকৃতিও ছিল। এই সার্জরি সফল ভাবে সম্পন্ন হওয়ায় জিআই এবং রোবোটিক্স অস্ত্রোপচারের ক্ষেত্রে একটি নতুন ক্লিনিকাল মানদণ্ড স্থাপন করে। হাসপাতল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, ওই […]