Tag Archives: 86 students

জাতীয় বৃত্তি প্রবেশিকা পরীক্ষায় (PWNSAT) ২০২৪-এ শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে কলকাতায় ৮৬ জনকে সম্মানিত করল ফিজিক্সওয়ালাহ্‌

শিক্ষা প্ল্যাটফর্ম ফিজিক্সওয়ালাহ্‌ (PW) সারা দেশ থেকে জাতীয় বৃত্তি প্রবেশিকা পরীক্ষা (PWNSAT) ২০২৪-এ শীর্ষস্থান অর্জনকারী ১,৫৮১ জন শিক্ষার্থীকে সম্মানিত করল। কলকাতায়, ফিজিক্সওয়ালাহ্‌-র তরফ থেকে ৮৬ জন সফল শিক্ষার্থীকে সম্মান জানানো হয়। শিক্ষাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে, ফিজিক্সওয়ালাহ্‌ এই শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি হিসাবে সম্মাননা অনুষ্ঠানে মোট ২.২ কোটি টাকার নগদ পুরস্কার প্রদান করে। এই […]