Tag Archives: A couple of obstacles

শীতের পথে জোড়া বাধা, নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্জা

দক্ষিণবঙ্গবাসী তথা কলকাতাবাসীর কাছে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন নিম্নচাপ। এদিকে নিম্নচাপের সঙ্গেই আবার হাজির পশ্চিমী ঝঞ্ঝা। শীতের পথে দেওয়াল তুলেছে এই ঝঞ্ঝাও। এদিকে এই নিম্নচাপের জেরে এক রাতেই প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছে শহরের তাপমাত্রা। আকাশের পাশাপাশি মুখভার শীতপ্রেমীদেরও। এদিকে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার আর বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। এটা […]