Tag Archives: a new fight

ব্রিগেড থেকে সেলিমের বার্তা নতুন লড়াই শুরুর

রবিবারের ব্রিগেড থেকে বার্তা ছড়িয়ে পড়ল নতুন লড়াই শুরুর। বিধানসভা নির্বাচনে জাতের লড়াইকে ভাতের লড়াইয়ে পরিণত করার বার্তাও দিল ব্রিগেড। বামেদের রবিবারের ব্রিগেডের সমাবেশের যাঁরা বক্তবয রাখেন তাঁদের মধ্যে নিঃসন্দে হেভিওয়েট বক্তা ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনিই শেষ বক্তা। মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়ে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সেই আওয়াজ আরও জোরালো হল […]