চিকিৎসা জগতে এক বিরল সাফল্যের নজির গড়ল ফোর্টিস হাসপাতাল, আনন্দপুর। ভুটানের ৫৩ বছর বয়সী এক মহিলার হৃদযন্ত্র থেকে বিশাল আকারের টিউমার অপসারণে সফল হলেন হাসপাতালের কার্ডিয়াক সার্জনরা। প্রায় ৮x৮x৭ সেন্টিমিটার আকারের এই টিউমারটি বেলুনের মতো ফুলে গিয়ে হৃদয়ের প্রায় পুরো চেম্বার দখল করে ফেলেছিল। রোগীর জীবন তখন চরম সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছিল। এরপর হাসপাতালে ভর্তি হওয়ার […]

