পুরসভায় ফের দেখা মিলল সাপের। প্রিন্টিং ডিপার্টমেন্টের ঘরে দেখা মিলল সাপের। শেষ পাওয়া খবরে তা এখনও সেখানেই রয়েছে। দরজা বন্ধ করে পরিস্থিতি কোনওমতে সামাল দেওয়ার চেষ্টা করছেন পুরসভার কর্মীরা। এরপরই খবর পাঠানো হয় বন দফতরকে। প্রসঙ্গত, পুরসভায় সাপের উপদ্রব নতুন নয়। এর আগেও চ্যাপলিন স্কোয়ারের দিকে একটি ব্যলকনিতে এবং তারপর আরেকবার ডেপুটি মেয়র অতীন ঘোষের […]