বুধবার বিকেলে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করল অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন। এই রিপোর্টে বলা হয়েছে, রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে। কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। সঙ্গে এও বলা হয়েছে, রাজ্যে যে বকেয়া ডিএ রয়েছে, তার সঙ্গে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কোনও যোগ নেই। ২০০৯ থেকে ২০১৯ […]