দক্ষিণ দিল্লির অত্যন্ত সম্ভ্রান্ত এলাকা বলে পরিচিত বসন্ত কুঞ্জ। আর এই বসন্ত কুঞ্জের কুঞ্জের জয় হিন্দ কলোনিতে থাকা বাংলাভাষীরা পড়েছেন নানা সমস্যায়। অভিযোগ, সেখানে বেছে বেছে বাঙালিদেরই বিদ্যুৎ ও জলের লাইন কেটে দেওয়া হয়েছে। আর এই সমস্যার কথা তুলে ধরলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। দেশজুড়ে যখন বিজেপি শাসিত রাজে বাংলা বলায বাঙালিদের হেনস্থা করার অভিযোগ […]