৫৯ দিন শুনানি শেষে শনিবার শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে দোষী সাব্যস্ত, করা হয়েছে আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। তবে এদিন সকাল থেকেই টিভির পর্দায় নজর রেখেছিলেন ধৃত সিভিক ভলান্টিয়ারের এক দিদি। সকাল থেকে রায়ের অপেক্ষায়।সত্যিই তাঁর ভাই দোষী কি না জানেন না তিনি। এই প্রসঙ্গে তিনি […]