পাসপোর্ট জালিয়াতি চক্রে এবার পাকিস্তান যোগ। খাস কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল আজাদ মল্লিক। পাকিস্তানি পরিচয় লুকোতেই এই আজাদই বাংলাদেশি পরিচয় দিয়েছিল তদন্তকারীদের কাছে। আসলে আজাদ পাকিস্তানি। পাসপোর্ট মামলায় আদালতে মঙ্গলবার এমনটাই বিস্ফোরক দাবি করল ইডি। আদালত সূত্রে এও খবর, মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। এজলাসে বিচারকের সামনে বিস্ফোরক দাবি করেন ইডির আইনজীবী […]