কুমোরটুলি ঘাটের সংস্কারে হাত দিতে চলেছে আদানি গোষ্ঠী। কারণ, বছর বছর ধরে গঙ্গার ধারে ইতিহাসের কত ঘটনার বাহক এই ঘাটটি। কিন্তু সাধারণের যাওয়ার জন্য কার্যত অনুপযোগী। বর্ষাকালে তো আবার প্রাণ হাতে নিয়ে সেখানে যাতায়াত করেন স্থানীয়রা। এবার সেই কুমোরটুলি ঘাটের রূপ ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল আদানি গোষ্ঠী। শুক্রবার এই বিষয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষ […]