Tag Archives: adjacent to the bypass

বাইপাস সংলগ্ন গ্যারাজে আগুন

অগ্নিকাণ্ড বাইপাস সংলগ্ন গ্যারাজে। শনিবার সকাল ১০টা নাগাদ আরুপোতায় ভয়াবহ আগুনের জেরে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক গাড়ি। খবর যায় দমকলে। ইতিমধ্যেই দকমলের দু’টি ইঞ্জিন ওই গ্যারাজে পৌঁছায়। তবে দমকল আসার আগে এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এদিকে দমকলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় […]