Tag Archives: after murder

খুনের পর ধর্ষণ, নিউটাউনের ঘটনায় এমনই বিস্ফোরক তথ্য এল পুলিশের হাতে

নিউটাউনের কিশোরীকে খুনের পর ধর্ষণ করা হয়, স্ত্রীয়ের কাছে এমনটাই স্বীকারোক্তি নিউটাউনের ঘটনায় জড়িত টোটো চালকের। তিন ঘণ্টা নিউটাউনের বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর খুন করা হয় টোটোর স্প্রিং গলায় পেঁচিয়ে, তাও জানিয়েছেন অভিযুক্ত টোটোচালক। সঙ্গে এও জানান, টোটোর মুখেই কিশোরীকে খুন করেন অভিযুক্ত। তারপরও সেই টোটো নিয়ে ঘোরেন। নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণের কাণ্ডে এবার এমনই […]