কসবা-কাণ্ডের পর জোড়াবাগানে কুপিয়ে খুনের চেষ্টার পর নড়েচড়ে বসল লালবাজার। এবার কলকাতার প্রত্যেকটি থানার ‘রাফ রেজিস্টার’আপডেট করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে। এখানে বলে রাখা শ্রেয়, কোন কোন এলাকায় কতজন দাগি গুণ্ডা বা দুষ্কৃতী রয়েছে, তাদের সবার নাম যাতে ‘রাফ রেজিস্টার’-এ নথিভুক্ত করা থাকে, সেরকমই নির্দেশ দিয়েছেন লালবাজারের পুলিশকর্তারা। একইসঙ্গে লালবাজারের তরফ থেকে […]