বৈশাখের মেঘলা রবিবারের সকালে যেন এক অন্য উত্তাপ ছড়িয়ে গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুদূর সুন্দরবন অঞ্চলের নোনা মাটির গ্রাম সন্দেশখালিতে। যে সন্দেশখালি কয়েকদিন আগেও উত্তপ্ত হয়ে উঠেছিল শেখ শাহাজাহাকে নিয়ে। সন্দেশখালির স্বঘোষিত বাদশা গ্রেফতারের পরেও ধমকানি চমকানির ঘটনা ঘটতে শোনা গেছে প্রায়ই। তবে এদিন সকাল থেকে সন্দেশখালির ছবিটা বড়ই আলাদ। দিকে দিকে আওয়াজ ওঠে, […]