Tag Archives: also supports

৯ অগাস্ট ‘কালীঘাট চলো’-ডাক দিল অভয়া মঞ্চ, সমর্থন ট্রেড ইউনিয়নের  ডাকা ধর্মঘটকেও

আগামী ৯ অগাস্ট ‘কালীঘাট চলো’-ডাক দিল অভয়া মঞ্চ। একইসঙ্গে এই মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে,  ওইদিন এই মিছিল শুরু হবে বিকেল ৪টেয়  হাজরা মোড় থেকে। এই মিছিলে মূলত অংশ নেবে কলকাতা লাগোয়া ৪ জেলার মানুষ। সোমবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে এই মিছিলে সর্বসাধারণকে অংশ নেওয়ার ডাকও  দিল অভয়া মঞ্চ। সঙ্গে এও জানানো হয়,  […]