ফোর্টিস হাসপাতাল আনন্দাপুরে একটি বিরল ও অত্যন্ত জটিল ১২ ঘণ্টার মস্তিষ্কের এক জটিল অপারেশন করে ইয়াঙ্গোনের ৪০ বছর বয়সী এক নারী রোগীর থেকে লেবুর আকারের একটি বড় মস্তিষ্কের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। এই শল্যকর্মের নেতৃত্ব দিয়েছিলেন ফোর্টিস আনন্দপুরের নিউরোসার্জারি ডিরেক্টর ডা. জি.আর. বিজয় কুমার। টিউমরের আকার, অবস্থান এবং মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কাঠামোর কাছাকাছি জড়িয়ে থাকা […]