১৫ অগাস্ট থেকে পরপর চাঁদের ছবি তুলেই চলেছে ইসরোর চন্দ্রযান-৩। ১৫ অগাস্ট তোলা ওই ছবি ভিডিয়ো আকারে প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। অন্যদিকে ১৭ অগাস্টও আরও কিছু ছবি তুলেছে চন্দ্রযান-৩-এর ক্যামেরা। ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা বা এলপিডিসি চাঁদের ছবিগুলি তুলেছে বলে জানাচ্ছে ইসরো। সেটিও ভিডিয়ো আকারে প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ১৭ সেকেন্ডের […]