কসবা কাণ্ডের পর মুখ খুলে এখন দলের অন্দরেই রোষের মুখে রাজন্যা। টিএমসিপি–র প্রাক্তন নেত্রীকে এখন একের পর এক তোপ দাগছেন শাসক নেতৃত্বের একাংশ। রবিবার অতীনকন্যার পর রাজন্যার নাম না করে এবার তোপ দাগতে দেখা গেল জুঁই বিশ্বাসকে। নিজের সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘যোগ্যতা বিচারের জন্যও যোগ্যতা লাগে। যাঁরা একে মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ […]