কলকাতার বুকে ফের পথ দুর্ঘটনা। আর তাতে মৃত্যু হল এক স্কুটি আরোহীর। সোমবার দুর্ঘটনাটি ঘটে চিংড়িঘাটায়। স্থানীয় সূত্রে খবর, স্কুটিতে ধাক্কা মারার পর ওই আরোহীর মাথার উপর দিয়ে চলে যায় একটি সরকারি বাস। মৃত ব্যক্তির নাম হরিমোহন রাজবংশী। হরিমোহনের বাড়ি রাজারহাট-গোপালপুরের অরবিন্দপল্লিতে। পাশাপাশি এও জানা গেছে, স্কুটিটি চালাচ্ছিলেন অরুণ রায় নামে এক ব্যক্তি। তিনি সামান্য […]