ভোটের কাজে বিএলও কারা সে ব্যাপারে এবার নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৪ অক্টোবর ২০২২–এর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ বন্টন করতে হবে বিএলও–দের। সঙ্গে এও জানান, প্রাথমিক শিক্ষকদের বিএলও–র কাজ দিতে হবে ছুটির দিন, ননটিচিং সময়ে। এরই পাশাপাশি বিএলও–দের একাংশের মামলায় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, তাতে এদিন হস্তক্ষেপ করতে দেখা গেল না […]