পার্পল লাইন অর্থাৎ জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে আরও নতুন দুটি স্টেশনের অনুমোদন মিলল। রেল বিকাশ নিগম লিমিটেড জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো করিডরের কাজ করছিল। এসপ্ল্যানেড এবং জোকা দু’দিকে দুটি অন্তিম স্টেশন ছিল এতদিন পর্যন্ত। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোকার পরে যেখানে সংশ্লিষ্ট মেট্রো রুটের করিডরের ডিপো রয়েছে, সেখানে আরও একটি মেট্রো স্টেশন তৈরি করা হবে। […]