গোটা আন্দামানেই ঢুকে পড়েছে বর্ষা। মৌসম ভবন জানাচ্ছে আগেভাগে বর্ষা আসছে কেরলেও। সঙ্গে এও জানানো হয়েছে, আরব সাগরে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস মৌসম ভবনের। ২২ মে নাগাদ আরব সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলছে হাওয়া অফিস। এই নিম্নচাপের টানেই দ্রুত বর্ষা ঢোকার আশা কেরলে। মে-র শেষ দিকে বঙ্গোপসাগরেও নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এদিকে আপাতত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির […]