Tag Archives: Arundhati Devi

বাঙালি ভোলেনি অরুন্ধতী দেবীকে, শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি

গান্ধীজি যখন অনশনে বসেছিলেন তখন তাঁকে যিনি গান শুনিয়েছিলেন তিনি অরুন্ধতী দেবী। গান দুটি ছিল ‘যদি তোর ডাক শুনে’ আর ‘আমায় ক্ষম হে ক্ষম’। গান্ধীজির মৃত্যুর পরে অর্থাৎ ১৯৪৮ সালের ৩১ জানুয়ারি আকাশবাণীতে অন্যান্য শিল্পীদের সঙ্গে অরুন্ধতী মুখোপাধ্যায় তাঁর প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছিলেন তাঁর আরও এক প্রিয় মানুষ তাঁরই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে গানের মধ্যে দিয়ে। […]