ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম অ্যাক্সিস ব্যাংক, সগর্বে ঘোষণা করছে যে অন্তরা সাইকায়াট্রিক হসপিটালের সঙ্গে কলকাতায় অ্যাক্সিস ব্যাংক–অন্তরা ইনস্টিটিউট অফ হেলথ সাইন্সেস প্রতিষ্ঠা করার জন্য এক মউ স্বাক্ষরিত হয়েছে। এই শিক্ষাকেন্দ্র পুরোপুরি মানসিক স্বাস্থ্যের ওপরেই নিজেদের নিয়োজিত রাখবে বলে মউ-স্বাক্ষর পত্রে উল্লেখও করা হয়েছে। এর পাশাপাশি এখানে মনোরোগের চিকিৎসা, মনস্তত্ত্ব, নার্সিং, সামাজিক কাজ ও […]