‘শব্দ’-ই ব্রহ্ম। এমনটাই কথিত আছে আমাদের পুরাণে। এদিকে মানব সভ্যতা বিস্তারের সঙ্গে শব্দের প্রাবল্যে আমরা হারাতে বসেছি বা ইতিমধ্যেই বিলীন হয়েছে বেশ কিছু অতি পরিচিত শব্দ। এই সব শব্দ ছিল আমাদের কাছে অত্যন্তই মধুর। আমাদের মনের অগোচরে যে সব শব্দ হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে তাকেই দুর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরছে বাগুইআটি রেল পুকুর ইউনাইটেড […]