শনিবার বদল করা হল ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে। অলোক রাজোরিয়াকে সরানো হল পুলিশ কমিশনার পদ থেকে। তাঁকে পাঠানো হয়েছে ডিআইজি ট্রাফিক পদে। অপরদিকে, অলোক রাজোরিয়ার জায়গায় ব্যারাকপুরের নতুন সিপি হলে অজয় ঠাকুর। একইসঙ্গে সরানো হল এসপি ট্রাফিক রাজ নারায়ণ মুখোপাধ্যায়কেও। তাঁকে এসপি ট্রাফিক থেকে পাঠানো হল সেকেন্ড ব্যাটেলিয়ানে। উল্লেখ্য, রাজ্যে বেশ কয়েকটি জেলায় পরপর তৃণমূল কংগ্রেস […]