ভারতের অতি প্রিয় আইসক্রিম ব্র্যান্ড ব্যাস্কিন রবিন্স তার সাম্প্রতিকতম খুচরো পণ্যসম্ভার লঞ্চ করার মধ্যে দিয়ে শখের খাওয়ায় এক বিরাট পরিবর্তন আনতে চলেছে। কারণ, কুইক কমার্স ক্রেতাদের অভ্যাস বদলে দিচ্ছে আর জলখাবার খাওয়া এখন সারাদিনের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাই দ্রুত বেড়ে চলা চাহিদা মেটাতে এই ব্র্যান্ড কৌশলগতভাবে প্রধান শহরগুলোতে স্ন্যাকিং পোর্টফোলিওতে নিজের উপস্থিতি সম্প্রসারিত করল। এই […]