সামনেই দুর্গাপুজো। আর তার ঠিক আগে তানিষ্ক নিয়ে এল ‘আবাহন’ কালেকশন। মা দুর্গাকে আবাহন জানাতে সারা বাংলা যখন মুখিয়ে থাকবে সেই মুহূর্তকে আরও পরিপূর্ণতা দিতে তানিষ্কের এই নিবেদন।অর্থাত্, নতুন উৎসব কালেকশন এই ‘আবাহন’।যার মধ্য দিয়ে বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলা ও সমৃদ্ধ নৈপুণ্যকে সম্মান জানাচ্ছে ভারতের সবচেয়ে বড় গয়নার ব্র্যান্ড তানিষ্ক।যেখানে ধরা পড়েছে বাংলার নারীর প্রতি শ্রদ্ধার্ঘ্য, […]