Tag Archives: BLO

বিএলও-র দায়িত্ব নিতে অনীহা, রিপোর্ট সিইও দফতরে

বুথ লেভেল অফিসার অর্থাত্ হিসেবে দায়িত্ব নিতে অনীহা নজরে আসছে রাজ্য সরকারি কর্মচারিদের, অন্তত সূত্রে খবর এমনটাই।যে কারণে প্রতিটি বুথের জন্য বিএলও এখনও পর্যন্ত  নিয়োগ  করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশনের পোর্টালে বিএলও হিসেবে এখনও পর্যন্ত রাজ্যের ৫০ হাজারেরও কিছু বেশি নাম নথিভুক্ত হয়েছে। এখনও পর্যন্ত ২৫ হাজারেরও  বেশি  বিএলও  নিয়োগ করা যায়নি। এদিকে  রাজ্যে বর্তমানে ৮০ হাজার ৬৮১টি বুথ রয়েছে। সূত্রে এ খবরও মিলছে, অনেকেই বিএল ও হিসাবে নিয়োগ পত্র নিতে […]