Tag Archives: bringing people

ভাঙড়ে প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পুরস্কার ঘোষণা তৃণমূল নেতার

ভাঙড়ে প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পারলে পুরস্কার। অন্যথায় হতে পারে শাস্তি, এমনই খোলামেলা বার্তা ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলামের। ইতিমধ্যেই তৃণমূল নেতা রজ্জাক খান খুনে তপ্ত রয়েছে ভাঙড়। তারই খুনের প্রতিবাদে একটি মিছিল বার করার কথা। তৃণমূল নেতার বক্তব্য, বুধবারের প্রতিবাদ মিছিলে যে বুথ যত বেশি লোক দেবে, সেই বুথে আলাদা করে পুরস্কার দেওয়া হবে। […]