ফের শহরে বেপরোয়া মিনিবাসের বলি এক বৃদ্ধা। শুক্রবার মিনি বাসের ধাক্কা বড় বাজারে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় গুরুতর জখম আরও চার পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, সত্যনারায়ন পার্কের কাছে পরপর চার পথচারীকে ধাক্কা মারে বাসটি। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বড় বাজার থানার পুলিশ। বড়বাজার থানার কর্মী আর আধিকারিকেরাই আহতদের […]