Tag Archives: CBI official

সিবিআই আধিকারিক সেজে ৪০০ গ্রাম সোনা লুঠ পোস্তায়

চিনারপার্কে পর এবার একই রকম কাণ্ড ঘটল পোস্তায়। সিবিআইয়ের নামে শহরে ঘটে গেল লুঠপাটের ঘটনা। সূত্রে খবর, সিবিআই অফিসার সেজে তল্লাশির নামে ৪০০ গ্রাম সোনা লুটে নিয়ে চলে গিয়েছে একদল দুষ্কৃতি। যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি। ইতিমধ্যে এই ঘটনায় পোস্তা থানায় দায়ের করা হয়েছে অভিযোগও। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, […]