স্বাস্থ্য ভবনে অভিনব প্রতিবাদেও সামিল হলেন চিকিৎসক গৌরাঙ্গ সুন্দর জানা। ‘চেয়ারহীন ডাক্তার’ পোস্টার গলায় ঝুলিয়ে ধরনা চিকিৎসকের। মেডিক্যাল অফিসার গৌরাঙ্গবাবুর দাবি, সাড়ে পাঁচ মাস আগে পোস্টিং ছাড়াই বদলি হন স্বাস্থ্য ভবনে। পদ ছাড়া বদলি হওয়ায় গত সাড়ে পাঁচ মাস ধরে আসছেন, যাচ্ছেন আর মাইনে পাচ্ছেন গোছের অবস্থা তাঁর। যেহেতু কোনও পদ নেই, সেই কারণে চিকিৎসকের […]