এসএসসি ভবনের বাইরে বিক্ষোভে চাকরিহারা শিক্ষকেরা। একটাই পণ, হকের চাকরি না নিয়ে বাড়ি ফিরবেন না। সোমবার দুপুর থেকে যে অবস্থান শুরু হয়েছে, মঙ্গলবার সকালেও তা একই অবস্থায় আছে। আচার্য সদনের বাইরে দফায় দফায় উঠছে স্লোগান। সোমবার তাঁরা বারবার আবেদন করেছিলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যেন একবার বাইরে আসেন। তবে রাত পেরলেও বাইরে আসেননি চেয়ারম্যান সিদ্ধার্থ […]