একদিকে তুমুল বৃষ্টি নামে মঙ্গলবার বেলা গড়াতেই। এই বৃষ্টি মাথায নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে এদিনের এই অভিযান। এরপর স্বাস্থ্য ভবনের সামনে চলে স্লোগান। আন্দোলকারীদের এও বলতে শোনা যায়, ‘স্বাস্থমন্ত্রী হারিয়ে গিয়েছেন। রাজ্যের মান–সম্মান ধুলোয় মিশে গিয়েছে।’ এরই মাঝে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। শুরু হয় ধরপাকড়। পুলিশের […]

