ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই), যে মুদ্রানীতি ঘোষণা করেছে তার মূল আকর্ষণ নিঃসন্দেহে তারল্য সহায়তা। বিশেষত দীর্ঘমেয়াদি বা ‘ডিউরেবল লিকুইডিটি’ প্রদানের ক্ষেত্রে আরবিআই অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়েছে। নীতিতে ঘোষণা করা হয়েছে ১ ট্রিলিয়ন রুপির ওপেন মার্কেট অপারেশন (ওএমও) ক্রয় এবং ৩ বছরের মেয়াদি ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ইউএসডি/আইএনআর বাই-সেল সোয়াপ। এর […]

