মার্লোন ব্র্যান্ডো মানেই সিনেপ্রেমীদের কাছে বিশেষ কিছু। যে নাম সামনে এলেই চোখের সামনে ফুটে ওঠে কালজয়ী ডন ভিটো কর্লিওনির চরিত্র। যা এক বিপ্লব ঘটিয়েছিল সিনেমাজগতে। এই চরিত্র শুধু অভিনয় শিল্পকেই বদলে দেয়নি, নতুন করে সংজ্ঞায়িত করেছিল ‘নিখুঁত’ শব্দটিকে। বিখ্যাত অভিনেতা মার্টিন শিন বলেছিলেন, ‘ব্র্যান্ডো এককথায় সিনেমার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অভিনেতা। আমার মনে হয় এতটুকু বললে কম […]