কসবার ঘটনার রেশ কাটতে না কাটতেই শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ফের যৌন নিগ্রহের ঘটনা। এবার হরিদেবপুর। মধ্যরাতেই খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছায় পুলিশ। জোকার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যৌন হেনস্থার অভিযোগ ওঠে ওই প্রতিষ্ঠানেরই এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের কাছে যে তরুণী অভিযোগ তুলেছেন, তিনিওইকলেজেরছাত্রীননবলেইজানাযাচ্ছে।অভিযোগ পাওয়া মাত্র রাতেই কলেজ ক্যাম্পাসে যায় হরিদেবপুর থানার পুলিশ।তরুণীর […]