বক্সা ব্যাঘ্র সংরক্ষণ বনাঞ্চল কীভাবে বাণিজ্যিক বনাঞ্চলে পরিণত হল তা এবার জানতে চায় আদালত। শুধু তাই নয়, এই ঘটনায় পরিবেশবিদ সুভাষ দত্তের ভূমিকা দেখেও বিরক্ত হাইকোর্ট। বনাঞ্চল বাঁচাতে কেন তিনি এগিয়ে আসছেন না, সেই প্রশ্নও তুলতে দেখা গেল বিচারপতি বিশ্বজিৎ বসুকে। আর এই বক্সা ব্যাঘ্র সংরক্ষণ বনাঞ্চলে কেন পাথর ভাঙা হচ্ছে, বা কেন-ই বা পাথর […]