এবার আতস কাচের নিচে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত বিচারপতি দিলীপ শেঠ কমিটির কাজকর্ম। আদালত সূত্রে খবর, দিলীপ শেঠ কমিটির কাজকর্ম সম্পর্কে বিশদে জানতে অনুসন্ধান কমিটি বসানোর ইঙ্গিত মঙ্গলবার দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের নির্দেশে রোজভ্যালির ওই কমিটি তাদের কাজকর্ম, আর্থিক হিসাব সংক্রান্ত একটি রিপোর্ট দেয়। সেখানে দেখা যায়, গত ১০ বছরের আর্থিক হিসাবে কেন কোনও […]