আদালতের নির্দেশে পুলিশ পাহারাতে সপ্তাহে দুইদিন ভাঙড় ২ বিডিও অফিসে যাবেন আরাবুল ইসলাম। সূত্রে খবর, সোমবার ভাঙড় ২ পঞ্চায়েত সমিতিতে ফিরছেন আরাবুল। ভাঙড়ের রাজনৈতিক আঙিনায় গুঞ্জন পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর পেতে মরিয়া আরাবুল। অপরদিকে আরাবুল বিরোধী শওকত মোল্লা ঘনিষ্ঠ খাইরুল ইসলামরা কোনওমতেই আরাবুলকে ঘর দিতে চাইছে না বলে খবর। ফলে ঝামেলা হওয়ার আশঙ্কা করছেন ভাঙরের […]