ক্রিমিনাল ল-ইনাল খোদ জড়িয়ে গেলেন জঘন্যতম ক্রাইমে। সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় যে মূল অভিযুক্তের নাম সামনে এসেছে, সেই মনোজিৎ মিশ্রর পেশাগত পরিচয় হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি আলিপুর আদালতে ‘ক্রিমিনাল লইয়ার’ বা ফৌজদারি আইনজীবী। এছাড়াও আরও পরিচয় আছে এই মনোজিতের। ২০২২ সালে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পাশ করেছিল মনোজিৎ৷ বর্তমানে কলেজে […]