Tag Archives: daughter-in-law

ছেলের মৃত্যুতে সুবিধা পাবেন পুত্রবধূর সঙ্গে মাও, নির্দেশ আদালতের

কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল ব্রজদুলাল মণ্ডলের। এরপর সরকারি নিয়ম অনুসারে তাঁর স্ত্রী কৃষ্ণা পাত্র মণ্ডল সেই চাকরি পান। শাশুড়িকে দেখভালের শর্তও মেনে নেন। চাকরির পাশাপাশি নিচ্ছিলেন স্বামীর পেনশনও। এদিকে চাকরি পেয়েই ওই মহিলা চলে যান বাপের বাড়ি এবং দ্বিতীয় বিয়েও করেন। আর্থিক সাহায্যের রাস্তাও বন্ধ হয়ে যায়। এরপরই বউমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আদালতের দরজায় […]